রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

২০ দিনে কত আয় করল আল্লুর ‘পুষ্পা ২’

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২৬ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুকুমার পরিচালিত আল্লু অর্জুন ও রামশিকা মন্দনা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দারুণভাবে দখল বজায় রেখেছে। এদিকে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার ঘটে যাওয়া ট্র্যাজেডির ঘটনায় রীতিমতো চাপে আছেন আল্লু। এমনকি মঙ্গলবার তাকে থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই ঘটনার ছাপ পড়েনি ব্যবসাতে।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুষ্পা ২ ভারতের বক্স অফিসে ১১০০ কোটি রুপির ঘরে পা রাখতে চলেছে।

রিপোর্টে বলা হয়েছে, মুক্তির ২০ দিন পর ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ১০৮৯.৫১ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। গত ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তৃতীয় মঙ্গলবার ছবিটির একদিনের সংগ্রহ প্রাথমিক অনুমান অনুসারে ১৪.২৫ কোটি টাকা।

পুষ্পা ২ প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ৭২৫.৮ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে এর সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৬৪.৮ কোটি টাকায়। ছবিটি বিশ্বব্যাপীও দারুণ পারফর্ম করে। টিম পুষ্পার দাবি যে, এটি বিশ্বব্যাপী ১৫০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারের দিন পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। এবং হাসপাতালে ভর্তি করতে হয় তার ৯ বছরের শিশুকে। এই ঘটনায় ইতোমধ্যেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, আল্লুকে এবার নির্যাতিতার পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হবে।

এই মামলায় জারি করা সমনের অংশ হিসেবে এই দক্ষিণী অভিনেতা মঙ্গলবার হায়দরাবাদ পুলিশের সামনে হাজির হয়েছিলেন। অভিনেতাকে মঙ্গলবার চিক্কাদপল্লি থানায় তলব করা হয়েছিল এবং তদন্তে ‘সহযোগিতা’ করতে বলা হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর