মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

১৬ বছরের অন্যায়ের ৯০ ভাগ শেখ হাসিনা করেছেন : বলেছেন, কাদের সিদ্দিকী বীরউত্তম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০১ সময় দেখুন

ঢাকা, ০১ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় শহীদ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিগত ১৬ বছর দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ও বিপ্লব যদি ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।

 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনার সরকার। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।

 

এর পরিবর্তন দরকার বলে মন্তব্য করে বঙ্গবীর বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলেছে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’

 

দেশে মানবিক মূল্যবোধ নিয়ে হতাশা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর পোশাক পরা একজন কর্মকর্তার গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারে, তখন বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই।’ এ থেকে উত্তোরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর