শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

১২ বছর পর রঞ্জি ট্রফিতে কোহলি : ম্যাচে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে বহু আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এক যুগ পর ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন বিরাট কোহলি। আর তাতেই বিপাকে পড়েছে আয়োজকরা। বিরাটের ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু দিল্লি স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল।

 

যার জেরে বিশৃঙ্খলা দেখা গেল। কার্যত পদপিষ্ট হয়েছেন অনেকে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, খেলা শুরুর পরও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 

কোহলির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। এমন পরিস্থিতি মাথায় রেখেই ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি।

 

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। শেষ মুহূর্তে একাধিক গ্যালারিও খুলতে হয়।

 

দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। সে কারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। বিরাট ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তাতেও এড়ানো গেল না বিশৃঙ্খলা।

 

প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করানো হবে না। বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হয়েছে। তড়িঘড়ি জিওসিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে। ম্যাচটি দেখাও যাচ্ছে জিওসিনেমায়। তাও স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর