শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি শেয়ার হয়ে যাবে ফেসবুকে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ২৮১ সময় দেখুন

টেকনোলজী ডেস্ক, ২৯ জুন ২০১৯ইং : এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি শেয়ার হয়ে যাবে ফেসবুকে। বিশ্বব্যাপী ৫০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তাদের জন্য এবার নতুন নতুন ফিচার আসছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ প্রথম স্ট্যাটাস অপশনটি চালু করে।

এবার হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এল আরেকটি নতুন আপডেটেড ফিচার। এবার হোয়াটসঅ্যাপের স্টোরি শেয়ার করা যাবে ফেসবুকে। শুধু ফেসবুক নয়, অন্যান্য মোবাইল অ্যাপেও শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।

নতুন ফিচারটি আপাতত কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন। যারা হোয়াটসঅ্যাপের বেটা ভার্সন ব্যবহার করেন। নতুন শেয়ার অপশনটি যারা এখন ব্যবহার করতে পারবেন তারা স্ট্যাটাসের নিচে শেয়ার অপশন দেখতে পাবেন।

শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, জিমেইল এবং গুগল ফটোসসহ অন্যান্য অ্যাপগুলোতেও এখন থেকে শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের স্টোরি। এখন এক জায়গায় পোস্ট করলেই সব জায়গায় শেয়ার করা যাবে সেই স্ট্যাটাস, তবে তা অটোমেটিক নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর