কুরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি। কয়দিন আগেও এই বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গেলো কয়েকদিন থেকে আমদানি হচ্ছে ৪৫ থেকে ৫০ ট্রাক।
এদিকে, বন্দরে ক্রেতা সংকট থাকায় বিপাকে পড়েছে বন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ২১ থেকে ২৩ টাকা দরে।
এদিকে হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম জানান, কুরবানি ঈদকে সামনে রেখে অনেক এলসি খোলা হয়েছে এবং পাইপলাইনে পর্যাপ্ত পেঁয়াজ লোডিং করা হয়েছে। আশা করি ঈদের আগে বন্দরে পেঁয়াজের সংকট হবে না। তবে ভারতের বাজারে বেশি দামে কিনে বন্দরে কম দামে বিক্রি করতে হচ্ছে, এতে লোকসানে পড়তে হচ্ছে।
এদিকে বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পেড়ে খুশি পাইকাররা। চলতি সপ্তাহের ২ কর্ম দিবস ৯৮ ট্রাকে ২ হাজার ৫শ’মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
Leave a Reply