ঢাকা, ২২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ ব্রিজ এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হাতিরঝিল এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয় ইয়াবাসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্রান্ড নিউ প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ দুপুরে তেজগাঁওয়ের ডিএনসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Leave a Reply