ঢাকা, ০৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণের মামলার বিচার কাজ ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ব্যারিস্টার মাহসিব হোসাইন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে ব্যারিস্টার মাহসিব শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান।
আদালত ধর্ষিত শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন। এটা অন্যায়। ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।
এদিকে ধর্ষণের ঘটনার তিন দিন পর মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা বাদী হয়ে। এতে চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে।
Leave a Reply