আজ সোমবার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, হলি আর্টিজান হামলা মামলাসহ আলোচিত সব মামলার বিচার দ্রুত শেষ করা হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, শুধু হলি আর্টিজানের মামলা চলছে তা না। নুসরাত হত্যা মামলা চলবে। এসব ঘটনা যেন বিচারের বাইরে না চলে যায় তাদেরকে যেন আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।
Leave a Reply