এস এম তাজুল ইসলাম-বানিয়াচং (হবিগঞ্জ), ২৯অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সুন্নি আলেমগণের উদ্যোগে “জুলাই গণবিপ্লব পরবর্তী দেশ গঠনের লক্ষ্যে তারুণ্যের চেতনা” শীর্ষক আলোচনা সভা ও বানিয়াচং উপজেলা সুন্নী উলামা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ সভাটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে।
নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পান মাওলানা মুফতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন রেজা। এবং পূর্ণাঙ্গ কমিটিতে আরো অন্যান্য আলেম উলামা নেতা কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারীসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলী। মাওলানা হাফেজ আকরামুল হক চৌধুরীর নেতৃত্বে বৈঠকে নবনির্বাচিত কমিটি প্রকাশ করা হয় এবং উপস্থিত সকলের সামনে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ক্যান্সার গবেষক ড. এস এম সারোয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনের মূল কাজ হবে পরস্পর সুসম্পর্ক তৈরি করা এবং সামাজিক ঐক্য স্থাপন করা। আমাদের অগ্রযাত্রায় নানা বাধা আসবে, তবে সুস্থ চিন্তা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে বিরোধীদেরকেও আমাদের সাথে যুক্ত করতে হবে।”
সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারী বলেন, “সুন্নীয়ত কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply