রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, আমাদের সবার : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১১৫ সময় দেখুন

আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, দুর্নীতির দায় আমাদের সবার।

তিনি বলেছেন, `ব্যক্তিগতভাবে সবাই সৎ না হলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

সাংবাদিকদের ইতিবাচকভাবে সরকারের পাশে থাকার অনুরোধ জানিয়ে খুরশীদ আলম বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর