জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সাঁথিয়া উপজেলার, কাশিনাথপুর ইউনিয়নের এদ্রাকপুর গ্রামে স্বামী-স্ত্রীর গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে এক নারীকে ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানালে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের তিনজনকে গুরুতর জখম করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত মিরাজ নামে এক যুবক দীর্ঘদিন ধরে ফাতেমাতুজ্জোহরা নামের ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে গোপনে তার ও স্বামীর বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে পরিবারকে মানসিকভাবে হয়রানি করে।
ব্ল্যাকমেইল থেকে রক্ষা পেতে পরিবারটি নিজস্ব জমির ওপর দিয়ে তাদের বাড়ির দিকে অভিযুক্তদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ, মেহেদী, স্বপন, ছাব্বির ও জিহাদসহ ১৫-১৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা চালায়।হামলায় ইমন নামে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে পড়ে যায় (যার অস্ত্রোপচার করা হয়েছে), রাহাতের মাথায় কোপ লেগে পাঁচটি সেলাই দিতে হয়েছে, আর শিহাবের ঘাড় ও হাতে গুরুতর আঘাত লাগে।
আহতরা বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় ভুক্তভোগী নারীর পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply