সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

স্বদেশী হত্যা : মালয়েশিয়ায় এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৩২ সময় দেখুন

দু’বছর আগে স্বদেশী এক শ্রমিককে হত্যার অভিযোগে বাংলাদেশি এক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন মোহাম্মদ জবি উল্লাহ (৪০)। আজ মঙ্গলবার বিচারক মো. রাদজি আবদুল হামিদ শাস্তি ঘোষণা করে বলেন, বিবাদিপক্ষ অভিযোগের বিরুদ্ধে যৌক্তিক ও সন্দেহাতীত কোনো প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। এ জন্য জবি উল্লাহর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হচ্ছে।

এতে বলা হয়, দুই বছর আগে ২০১৮ সালের ২৫ শে মার্চ বুকিত মারতাজামে তামান জাসার জালান মেগাত হারুন এলাকায় স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে নিজের দেশের একজন হাউজমেট মিন্টো (৪০)কে হত্যা করেছে জবিউল্লাহ। দু’জনেই মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসিনিসা বেগম সীনি মহিদ্দিন।

অন্যদিকে মো. জবিউল্লাহার প্রতিনিধিত্ব করেন আইনজীবী কে. থ্যাংস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর