মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই : জাতীয় পার্টির মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬ সময় দেখুন

ঢাকা, ২৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সেনাবাহিনীকে বিতর্কিত না করতে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব (রওশনপন্থি) কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, ‘দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।’

 

আজ রবিবার দলটির দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে মামুন বলেন, ‘৫ আগস্ট পট-পরিবর্তনের পর সেনাপ্রধান ও সেনাবাহিনীর ভূমিকা সকলের মনে রাখা উচিত। তারা যদি মাঠে না থাকতো তাহলে দেশ আজ কোথায় দাঁড়াতো? সবকিছু মনে রাখতে হবে।’

 

জাতীয় পার্টির মহাসচিব বিবৃতিতে আরও বলেন, সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সেটা জাতির জন্য ভালো হবে না।’

 

তিনি বলেন, ‘কিছু মানুষের বক্তব্য শুনলে মনে হয় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করালেই যেন তারা ক্ষমতার মসনদে বসতে পারবে। এসব কথাবার্তা দেশকে অনিশ্চিত পথে ধাবিত করছে। আবেগের বশবর্তী হয়ে যারা সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টায় লিপ্ত, তাদের কথাবার্তায় লাগাম দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের মানুষের আশা-ভরসার প্রতীক।’

 

কাজী মামুন বলেন, ‘সশস্ত্রবাহিনী দেশমাতৃকার সেবায় সবসময় নিয়োজিত। দেশবাসীর প্রয়োজনে সশস্ত্র বাহিনী কখনো সেনানিবাসে বসে থাকেনি। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের ডাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।’

 

তিনি আরও বলেন, জাতীয় পার্টি স্পষ্টভাবে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে কোনো প্রশ্নের মুখোমুখি করা যাবে না। যারা এই অপচেষ্টায় লিপ্ত, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিয়ে চক্রান্ত করছে।’

 

স্বাধীনতাবিরোধী শক্তির এ ধরনের সকল অপতৎপরতা রুখে দেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর