শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

সুন মেরে দিল ৪০০ মিলিয়ন মাইলফলক অর্জন করলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ সময় দেখুন

বিনোদন ডেস্ক,২৮ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): হলিউড-বলিউডের পাশাপাশি এখন ললিউড ইন্ডাস্ট্রিও এগিয়ে যাচ্ছে জনপ্রিয় ড্রামা সিরিজ নির্মাণ করে। একের পর এক নির্মিত ড্রামা সিরিজগুলো সাড়া ফেলছে পুরো বিশ্বের দর্শকদের মাঝে। তেমনই একটি ড্রামা সিরিজ ‘সুন মেরে দিল’।

 

পাকিস্তানি ড্রামা সিরিজ ‘সুন মেরে দিল’ এরই মধ্যে ইউটিউবে ৪০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। মায়া আলি এবং ওয়াহাজ আলি এই ড্রামা সিরিজে সাদাফ এবং বিলাল আবদুল্লাহর চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। প্রথম থেকেই এই ড্রামাটি দর্শকদের হৃদয় জয় করে নেয় এবং ফ্যান ফেভারিট হয়ে ওঠে।

 

তবে সিরিজের পর্বগুলো যেমন এগিয়ে গিয়েছে, তেমনি এর পারফরম্যান্সেও কিছুটা ওঠানামা দেখা যায়। তার পরও এটি তার একটি নিবেদিত ফ্যান বেস ধরে রেখেছে। বিশেষ করে মায়া এবং ওয়াহাজ এর ভক্তরা যারা প্রতিটি পর্বে আশা নিয়ে বসে থাকেন যে স্টোরিলাইন আরও উন্নতি হবে। ‘সুন মেরে দিল’-এর টিজার এবং প্রোমো ইউটিউবে প্রায়ই ট্রেন্ডিং হয়। এখন পর্যন্ত ড্রামাটির ২৩টি পর্ব সম্প্রচারিত হয়েছে এবং ফ্যানরা ২৪ ও ২৫ নম্বর পর্বের জন্য উৎসুকভাবে অপেক্ষা করছেন, যা এই সপ্তাহে সম্প্রচারিত হবে।

 

হাসিব হাসান পরিচালিত ‘সুন মেরে দিল’ এর আবেগপূর্ণ গল্পের গভীরতা এবং শক্তিশালী অভিনয়ের মিশ্রণ ললিউড বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর