স্পোর্টস ডেস্ক, ০৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের হামজা চৌধুরীকে ঘিরে আলোচনা চলছে, আলোচনায় আছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও। ভারত-বাংলাদেশ ফুটবল দ্বৈরথ ঘিরে আলোচনা নতুন বাঁক নিয়েছে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফেরার কারণে। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরাও যোগ দিলেন সে আলোচনায়। ৪০ বছর বয়সী স্প্যানিশ কোচ মনে করেন, সুনীল ফেরায় লড়াই আরও রোমাঞ্চকর হবে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচটি ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে ফেরার ঘোষণা দিয়ে আলোচনায় আছেন ভারতীয় ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। বর্ষীয়ান এ স্ট্রাইকার ৮ মাস আগে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে আক্রমভাগে ধুঁকছে ভারত। ব্যাঙ্গালুরু এফসির হয়ে দারুণ ছন্দে থাকা সুনীল ছেত্রী ফেরায় ভারত-বাংলাদেশ ম্যাচ আলোচনার নতুন রসদ পেয়েছে।
সে আলোচনায় এভাবে যুক্ত হলেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘সুনীল ছেত্রী ফেরায় আমাদের কোনো কিছুই বদলাচ্ছে না। নিজেদের প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছি। আমরা কতটা ভালোভাবে নৈপুণ্য দেখাতে পারব, তার ওপর নির্ভর করছে সবকিছু। দলের সবাই সুনীল ছেত্রী সম্পর্কে জানে। এটাও জানে, চলতি মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে সে কতটা ভালো পারফর্ম করছে।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘ছেত্রীর ফেরা ভারতের জন্য প্রত্যাশিত। ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরানোর, আমি মনে করি, সে ফেরাতে ম্যাচটা আরও রোমাঞ্চকর হবে এবং ছেলেরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে।’
ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল বর্তমানে সৌদি আরব অবস্থান করছে। সেখানে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা লাল-সবুজদের। সৌদি আরবের তায়েফ শহরে চলমান অনুশীলনের সুযোগ-সুবিধা সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘সর্বশেষ এখানে এসে যে হোটেলে ছিলাম, এবারও আমরা একই হোটেলে আছি। মানসম্পন্ন হোটেল। ট্রেনিং গ্রাউন্ডও মানসম্পন্ন। সর্বাধুনিক সুবিধা আছে এখানে। আমরা যে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলার প্রত্যাশা করছি, আশা করছি সেগুলো খেলতে পারব।’
Leave a Reply