মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে, নিখোঁজ ২০

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১৩৩ সময় দেখুন

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে প্রবেশ করছিল। সুনামগঞ্জে প্রবেশের আগে জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। বাসে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন বলে সাঁতার কেটে বেঁচে আসা যাত্রীরা তাদের জানিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর