শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সিলেট-ঢাকা রেল যোগাযোগ ১৯ ঘন্টার পর চালু হলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪২৩ সময় দেখুন

কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে ইসলামাবাদ এলাকার বড়ছড়া সেতুটি ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার দিবাগত রাত পৌনে বারোটায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ১৭ টি বগির মধ্যে ৬ বগি লাইনচ্যুত ও দুমড়েমুচড়ে ব্রীজের নীচে ও সড়কের পাশে পড়ে যায়। এতে ৪ জন নিহত ও আহত হন অন্তত দুই শতাধিক যাত্রী। এ ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দূর্ঘটনায় আগে থেকেই নাজুক অবস্থায় থাকা এই ব্রিজ ও রেল লাইনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

দূর্ঘটনা কবলিত ওই তিনটি বগি রেল লাইনের পাশে রেখেই গতকাল রেল বিভাগের কর্মীরা দিনভর উদ্ধার ও মেরামত শেষে ওই ব্রীজ ও রেল লাইনটি ব্যবহারের উপযোগী করে সন্ধ্যা ৭টা দশ মিনিটের দিকে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ট্রায়াল ট্রেন ওই পথ ও ব্রীজ দিয়ে চলাচল করলে সিলেটের সাথে ঢাকার বিচ্ছিন্ন হওয়া যোগাযোগ ব্যবস্থা পুনঃরায় স্থাপিত হয়। পেছনে সিলেট ঢাকা ও সিলেটগামী বেশ কয়েকটি ট্রেন অপেক্ষমান রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ। তবে স্থানীয়দের জোর দাবি এর রকম ভয়াবহ দূর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে পুরাতন ঝুকিপূর্ণ রেলওয়ে ব্রীজ ও লাইন নতুন করে তৈরী ও মেরামতের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর