কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে ইসলামাবাদ এলাকার বড়ছড়া সেতুটি ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার দিবাগত রাত পৌনে বারোটায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ১৭ টি বগির মধ্যে ৬ বগি লাইনচ্যুত ও দুমড়েমুচড়ে ব্রীজের নীচে ও সড়কের পাশে পড়ে যায়। এতে ৪ জন নিহত ও আহত হন অন্তত দুই শতাধিক যাত্রী। এ ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দূর্ঘটনায় আগে থেকেই নাজুক অবস্থায় থাকা এই ব্রিজ ও রেল লাইনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
দূর্ঘটনা কবলিত ওই তিনটি বগি রেল লাইনের পাশে রেখেই গতকাল রেল বিভাগের কর্মীরা দিনভর উদ্ধার ও মেরামত শেষে ওই ব্রীজ ও রেল লাইনটি ব্যবহারের উপযোগী করে সন্ধ্যা ৭টা দশ মিনিটের দিকে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ট্রায়াল ট্রেন ওই পথ ও ব্রীজ দিয়ে চলাচল করলে সিলেটের সাথে ঢাকার বিচ্ছিন্ন হওয়া যোগাযোগ ব্যবস্থা পুনঃরায় স্থাপিত হয়। পেছনে সিলেট ঢাকা ও সিলেটগামী বেশ কয়েকটি ট্রেন অপেক্ষমান রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ। তবে স্থানীয়দের জোর দাবি এর রকম ভয়াবহ দূর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে পুরাতন ঝুকিপূর্ণ রেলওয়ে ব্রীজ ও লাইন নতুন করে তৈরী ও মেরামতের।
Leave a Reply