ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সংঘর্ষে কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া-নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছে লাতাকিয়া প্রদেশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরই শুক্রবার সিরিয়ার বর্তমান সরকার আসাদের অনুসারীদের খুঁজে বের করার জন্য ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া ও এর পার্শ্ববর্তী হোমস, তারতুস শহর এবং পাহাড়ে নিরাপত্তা বাহিনী ‘বৃহৎ আকারে’ অভিযান শুরু করেছে। এ লক্ষ্যে এসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
বেসামরিক নাগরিকদের বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেন, অভিযানটি আসাদের মিলিশিয়াদের অবশিষ্টাংশ ও তাদের সমর্থনকারীদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাতাকিয়া ও তারতুস শহরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে ব্রিটেনভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩২ জন বন্দুকধারী ও চারজন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া উভয় পক্ষই কয়েক ডজন লোককে আহত ও বন্দি করেছে।
লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কেনিফতি বলেছেন, পরিকল্পিতভাবে আসাদের মিলিশিয়া অবশিষ্টাংশের বেশ কয়েকটি দল জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে অবস্থান ও চেকপয়েন্টে আক্রমণ করেছে।
কেনিফতি বলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের (আসাদের অনুগতদের) উপস্থিতি নির্মূল করতে কাজ করবে।
তিনি বলেন, শাসন কাজ পরিচালনা ও আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করতে আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব।
এদিকে বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী আসাদের বাবা ও পূর্বসূরী হাফেজ আল-আসাদের শাসনামলে ‘শত শত হত্যার অভিযোগে অভিযুক্ত’ জেনারেল ইব্রাহিম হুয়েইজাকে আটক করেছে।
Leave a Reply