শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

সিরিয়াতে ১৬২ জন আসাদপন্থিদের তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়েছে। শুক্রবার তাদের হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। খবর আরব নিউজের।

 

এর আগের দিন আসাদপন্থি এই বিদ্রোহীরা দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু লোক হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের ওই বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিকভাবে হত্যা বা ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করা হচ্ছে।

 

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। না হয় কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দেন তিনি।

 

আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর