রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের অফিস থেকে উদ্ধার হওয়া জাল টাকার মামলাটি র্যাবে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি তদন্তে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়। আজ দুপুরে এই তথ্য জানান এলিট ফোর্সটির মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, ‘সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ওইদিন উত্তরায় তার আরেকটি অফিসে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। সেই মামলাটি তদন্তের জন্য পুলিশ সদরদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। আজ মন্ত্রণালয় মামলাটি তদন্তে র্যাবকে অনুমতি দিয়েছে।’
Leave a Reply