বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

সাভারে রাস্তা ও ড্রেন নির্মান কাজের অনিয়ম ও দুনীর্তির তদন্তে দুদক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিভিন্ন অনিয়ম ও দুনীর্তির অভিযোগে সাভারে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। আজ দুপুরে সাভার পৌর সভার বিভিন্ন স্থানে নির্মিত এসব রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করে দুদুক।

 

এসময় দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন তিন সদস্যের কমিটির দল। কমিটির অন্য সদস্যরা হলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু।

 

দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদে বলেন,সাভারের বিভিন্ন এলাকায় সাভার পৌর সভার আইইউ আই ডিপির প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজ করছে শিকদার কনন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

কিন্তু রাস্তা ও ড্রেনের কাছে ডাবল রডের বদলে সিঙেল রড দিয়ে কাজ করা হচ্ছে। পরে অভিযোগের ভিত্তিত্বে আজ দুপুরে সেখানে তারা নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতি তথ্য পান।

 

এসময় তারা রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও সাভার পৌর সভা কতৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের সহ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

নিম্মমানের কাজ করায় এলাকাবাসী কঠোর শাস্তি দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সাভার পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর