শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

সাভারে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬ সময় দেখুন

মোঃ মুনসুর আলী-ভ্রাম্যমাণ প্রতিনিধি, ১৫ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতিকালে অত্যাধুনিক বার্মিজ চাকু (সুইচ গিয়ার) সহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি রাতে সাভার মডেল থানার একটি দল তাদের উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার সদর থানার চরমেশ গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ মুকুল হোসেন (১৯) ও রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার শোলাবাড়িয়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ ইমন আলী (২০)। এসময় তাদের কাছে থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

 

পুলিশ জানায়, সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতায়ের উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।

 

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুইটি বার্মিজ চাকুসহ মুকুল হোসেন ও ইমন আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা সাভারের উপজেলা স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা দেশের কন্ঠকে জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর