রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

সাবেক সাংসদ রানার জামিন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত স্থগিত করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৫৪৪ সময় দেখুন

ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি মো. নূরুজ্জামান। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। রানার পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন রুশো মোস্তফা। এর আগে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেয়।

এদিকে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মামলার অন্যতম আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার উপস্থিতিতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদ কবিরের আদালতে স্বাক্ষ্যগ্রহণ করা হয়।

স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আগামী ৪ জুলাই এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। বুধবার (১৯জুন) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এমপি রানাকে টাঙ্গাইল কারাগারে আনা হয়।

টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক তানভীর আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন চিকিৎসকসহ দুইজনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এনিয়ে এই মামলার মোট ১৬জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর