ঢাকা, ০৭ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুই বছর আগে বিএনপির কর্মী মকবুলের মৃত্যুর মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনার দিন এজাহারনামীয় ধৃত ও পলাতক আসামি এবং অজ্ঞাতনামা আসামিরা ২০২২ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠাতব্য বিএনপির ডাকা একদফা দাবি আদায়ের আন্দোলনের কর্মসূচিকে ঘিরে যখন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীকে জড়ো হতে থাকে ঠিক তখন এজাহারনামীয় ১ থেকে ১৫২ নং আসামিরা বিএনপির ডাকা সমাবেশকে বানচাল করার সিদ্ধান্ত গ্রহণ করের। এই লক্ষ্যে ১ থেকে ৬০ নং আসামিরা পরিকল্পনা ও প্রত্যক্ষ নির্দেশে ও ৫, ১৬, ১৪৪-১৪৯ নং – আসামিদের অর্থায়নে ৬০ থেকে ১৪৬ নং আসামিদের সার্বিক তত্ত্ববধানে ২০২২ সালের ৭ ডিসেম্বর ১৫২ থেকে ২১৪, ২১৫ ও ২৫৬ নং আসামিসহ অজ্ঞাত ৫০০/৬০০ আসামিকে নিয়ে বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন স্থানে হামলা চালায়।
অন্যদিকে ঘটনার দিন বিকাল আনুমানিক ৫ টার সময় আসামি সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে। এসময় তারা অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংস করেন এবং নগদ অর্থ, কম্পিউটার, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা।
অভিযান চলাকালে আসামিরা সম্মিলিতভাবে বিএনপির কার্যালয় ও এর আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিপেটা, ককটেল হামলা, টিয়ারসেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে, এতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হয় ও গুরুতর জখম হয় এবং মকবুল নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।
Leave a Reply