রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

সাবেক প্রেমিককে নিয়ে মালাইকার স্পষ্ট জবাব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২৬ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সঙ্গে আরবাজ খানের বিয়েবিচ্ছেদ হয়েছে। এ বিচ্ছেদের পর অভিনেত্রী প্রেমজীবন ঘিরে চর্চার শুরু হয় অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। কিন্তু সেই প্রেমসম্পর্কেরও এক সময় বিচ্ছেদ ঘটে।

 

এর আগে মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। সেই মাখো মাখো প্রেমেও শেষ পরিণতি ঘটে। সেই সময় হঠাৎ করে এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন তিনি ‘সিঙ্গেল’। ভেঙে গেল তাদের প্রেমকাহিনি। সেই সিঙ্গেল তকমা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী মালাইকা অরোরাকে। মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শকরা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরে সম্পর্কে ইতি টেনেছেন তারা। পাঁচ বছর একসঙ্গে ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বলিউডে তারা ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন সম্পর্কে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছিলেন তিনি এখন ‘সিঙ্গেল’। এ বিষয়ে এবার কথা বললেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গেল’ তকমা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মালাইকা বলেন, এখন তো আমি ‘সিঙ্গেল’। আপনারা একটু শান্ত হোন। তিনি বলেন, তিনি কোনোভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। এ অভিনেত্রী বলেন, আমি কখনই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটি সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।

উল্লেখ্য, ২০২৪ বেশ কঠিন ছিল মালাইকার। একদিকে দীর্ঘ দিনের সম্পর্কে বিচ্ছেদ, আরেক দিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তবে অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা। অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছে অভিনেত্রীর।

অন্যদিকে চলতি বছরেই মানসিক অবসাদের কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন কাপুর। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি। তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে খলচরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর