শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সাবেক এমপি এম এ আউয়ালের প্রতারণার মামলায় জামিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  রাজধানীর কলাবাগান থানায় একটি প্রতারণার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর শুনানি শেষে আপোসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুরের আদেশ দেন। এই মামলায় জামিন হওয়ায় তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানা গেছে।

 

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। ওই সময় মামলার বাদী রাজীব কায়সার আদালতে হাজির হয়ে বলেন, আমাদের মধ্যে আপস হয়ে গেছে। তিনি জামিন পেলে আপত্তি নেই। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

 

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিস্ট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেন আসামি। এই ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে এ মামলা করেন।

 

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহিন উদ্দিন নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা মামলায়ও তিনি আসামি। সে মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন।

 

২০২১ সালের ১৬ মে শাহিন উদ্দিন হত্যাকাণ্ডের পর ওই রাতেই নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় সাবেক এমপি আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় এম এ আউয়ালকে প্রধান আসামি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর