বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সরকার করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে : বলেছেন, ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৬৭ সময় দেখুন

আজ শনিবার সকালে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি’র গৃহিত পদক্ষেপ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভায় সম্পাদক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার মহামারী করোনারভাইরাসের সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা ও মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।

ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। মূল্যবান প্রাণহানি হয়, তাই ঈদ পূর্ববর্তি এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোয় পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি ঈদের পর কোনোরুপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর