রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

সরকার এবারের গরমের মৌসুমে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সরকার এবারের গরমের মৌসুমে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন উপদেষ্টা।

 

ফাওজুল কবির খান এবারের গরমে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে, তবে এটি সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার। গ্রাম ও শহরে বিদ‍্যুৎ সরবরাহে কোনো পার্থক্য থাকবে না।

 

জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গেল সরকারের রেখে যাওয়া বকেয়া ৩.২ বিলিয়ন ডলার কমে এখন ৬০০ মিলিয়ন ডলার হয়েছে। এই সরকারের স্বল্প মেয়াদে জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব নয় বলে জানান তিনি।

 

জ্বালানি খাতে বহুল আলোচিত সিস্টেম লস নিয়েও বলেন উপদেষ্টা। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর