আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়ার দুই মামলায় জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যই প্রমাণ করে সরকার আদালতকে নিয়ন্ত্রণ করছে।
এসময় তিনি বলেন, ‘বিশ্বব্যাপী পরিক্ত্যক্ত ইভিএম নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এটা নিয়ে আবারো ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু বগুড়ায় ধানের শীষের ভোট বেশি তাই প্রতিটা কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।’
এরআগে, বিএনপির স্থায়ী কমিটির শূন্যপদে ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমানের নাম ঘোষণা করেন তিনি। বেগম জিয়ার উপস্থিতিতে ২০১৬ সালের ১৯শে মার্চ দলের জাতীয় কাউন্সিলে ১৭ জন সদস্যের নাম ঘোষণা করে ২টি পদ শূন্য রাখা হয়। ৩ বছরের বেশি সময় পর স্থায়ী কমিটির এই শূন্য দুই পদে নাম ঘোষণা করা হলো। তবে, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার ও হান্নান শাহ মারা যাওয়ায় বিএনপির ১৯ জনের স্থায়ী কমিটির এখন সদস্য সংখ্যা ১৬ জন।
Leave a Reply