গত এক মাস ধরে গৃহবন্দি রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। গৃহবন্দি রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানি এবং দুই সন্তানও। সম্প্রতি ফোনে আলাপকালে গৃহবন্দি এই নায়িকা জানিয়েছেন করোনা নিয়ে তার উপলব্ধি ও দুশ্চিন্তার কথা।
মৌসুমীর কথায়, ‘অদৃশ্য এক অনুজীবের সঙ্গে লড়াই করে যাচ্ছে গোটা পৃথিবী। ক্ষুদ্র এই অনুজীব পুরো পৃথিবীকে স্থবির করে দিয়েছে। ঘরবন্দি করে রেখেছে সকল মানুষকে। আমাদের বাংলাদেশেও পড়েছে করোনার থাবা। যার ফলে একমাস হলো আমরা ঘরে বন্দি। আমাদের সব কাজই থেমে আছে। এই ভাইরাসটি যে কত ভয়াবহ, তাই নিয়ে বেশ চিন্তায় আছি।’
নায়িকা বলেন, ‘করোনাভাইরাস যে এতটা ভয়ংকর হয়ে আসবে বুঝতে পারিনি। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল দ্রুত লকডাউন জারি করা। যার ফলে এখনও আমাদের দেশে ভাইরাসটি অতোটা ভয়াবহ হয়ে উঠতে পারেনি। এখন আমাদের উচিত সরকারি সব নির্দেশ মেনে চলা। তা না হলে আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’
করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের অন্যতম প্রতিটি দেশের চিকিৎসক ও নার্স। মৌসুমী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বর্তমান বাস্তবতায় যেসব চিকিৎসকরা সেবাদান থেকে বিরত রয়েছেন, তাদেরও এগিয়ে আসার অনুরোধ জানান। নায়িকা মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে থামবে করোনার আধিপত্য। তখন আবার একসঙ্গে হাসবে পুরো পৃথিবী।
Leave a Reply