আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরায় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সব জটিলতা কাটিয়ে অক্টোবরের মধ্যে মশা মারার নতুন ওষুধ আনা হবে। সিটি করপোরেশনের আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে এ সময় জানান তিনি।
আতিকুল ইসলাম বলেন, আমরা আটজনকে নিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। কোন ওষুধ আনবো তা বিশেষজ্ঞ টিম বলে দিবে। ওষুধ যেটা আছে সেটা সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে আমরা নতুন ওষুধ প্রয়োগ করতে চাই।
Leave a Reply