সিরাজগঞ্জ, ১৫ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না। সংস্কার করা আপনাদের কাজ না, রাজনীতিবিদদের কাজ। সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন একজন মহান মানুষ, আদর্শিক মানুষ। তারা মতো হলে সৎ হতে হবে, অনেক ত্যাগ শিকার করতে হবে।
এমপি মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমপি হন, মন্ত্রী হন, আপত্তি নেই। কিন্তু দলের কাউন্সিল ও কমিটি গঠনে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। ত্যাগীদের মূল্যায়ন করুন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান এবং আবু সাইদ সুইটের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
Leave a Reply