ফাঁসির ইস্যুতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। প্রায় ৪৩ বছর পর সেখানে প্রথম ফাঁসি কার্যকরের দিকে অগ্রসর হচ্ছে সরকার। এ জন্য সম্প্রতি নিয়োগ দেয়া হয়েছে দু’জন জল্লাদ।
মাদকের অপরাধে অভিযুক্তদের ফাঁসি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। এর বিরোধিতা করে প্রধানমন্ত্রী রণিল বলেছেন, দেশকে অবশ্যই সভ্য আচরণ করতে হবে। মঙ্গলবার তার অফিস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৬ ও ২০১৮ সালে মৃত্যুদ- শিথিল করতে প্রেসিডেন্ট সিরিসেনার অধীনে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করেছে শ্রীলঙ্কা। এ বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন। এরপর তিনি প্রেসিডেন্ট ও স্পিকারের সঙ্গে কথা বলবেন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট সিরিসেনা ঘোষণা করেন যে, তিনি মাদকের অভিযোগে অভিযুক্ত হয়ে মৃত্যুদ- পেয়েছেন এমন চারজনের ফাঁসির আদেশে স্বাক্ষর করেছেন এবং এই ফাঁসি কার্যকর হবে শিগগিরই। তবে ফাঁসি আটকে দিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন বন্দিরা, অধিকার বিষয়ক গ্রুপগুলো ও ধর্মীয় নেতারা।
Leave a Reply