শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

শোতে বিচারকের আসনে ছিলেন উরফি জাভেদ, প্রতিযোগীদের গালাগালে স্থান ত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন মডেল উরফি জাভেদ। সেখানকার একটি ঘটনা কেন্দ্র করেই টক অব দ্য টাউন। আর হবেই না বা কেন? উরফি জাভেদ মানেই বিতর্কের ঝাঁপি। তার পোশাক থেকে শুরু করে নানা বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই মডেল।

উরফি ছাড়াও রায়নার শোতে ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারদিকে শুরু হয় নানা কানাঘোষা ও মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, ইন্ডিয়াস গট ট্যালেন্টের শোর একজন বিচারক হিসেবে গিয়েছিলেন উরফি জাভেদ। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত এবং গালাগাল করতে থাকেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানান কথা বলতে থাকেন। সে কারণে অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেননি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকি উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনো প্রতিবাদ করেননি।

উল্লেখ্য, উরফি জাভেদের এমন পরিস্থিতির শিকার এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ ছাড়া সাময় রায়নার শোতেও এর আগে এমন নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি জাভেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর