ঢাকা, ০২ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী জনতার’ উদ্যোগে এক মানববন্ধনে শেখ হাসিনা সরকারের দুঃশাসন, লুটতরাজ, গুম-খুন ও অপকর্মের শীর্ষ সহযোগী হওয়ার অভিযোগে জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিচারের দাবি উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দেশের নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে মানুষের ভোটাধিকার হরণ করে বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খুন, গুম, গণহত্যার পরামর্শ দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন। বিরোধী দলীয় নেতা, মন্ত্রী হয়েছেন জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতারা। তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা না হলে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই খুনীদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে একটি নির্বাচিত সরকার যেন গঠন করা হয় এবং জুলাই-আগস্ট গণআন্দোলনে যে সব ছাত্র-জনতা নিহত ও আহত হয়েছেন নিহতদের নামে শহরের বিভিন্ন মূল সড়কগুলোর নামকরণ ও আহতদের নামে গ্রামের বিভিন্ন সড়কগুলো যেন নামকরণ করা হয়। তাদের পরিবারের মধ্যে অবিলম্বে আর্থিক প্রণোদনা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয় ও জুলাই গণআন্দোলনে সব নিহত ও আহত ছাত্র-জনতার রক্তদাগ মুছে না যেতেই রাষ্ট্র সংস্কার পরিপূর্ণ করার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করে জাতীয় সরকার গঠন করার জন্য জোর দাবি জানান বক্তারা।
ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এম.এ আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সমন্বয়ক নাজমুল হোসাইন, মো. হেলাল উদ্দিন হেলাল, তুহিন মাহমুদ, জহির উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply