শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার সমর্থনদাতা পেশাজীবীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে : আমীর খসরু মাহমুদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২২ সময় দেখুন

ঢাকা, ১৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপরাধকে’ যেসকল পেশাজীবীরা সমর্থন দিয়েছেন তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

 

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট রিজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, তারা জাতির কাছে ক্ষমা চাইলে তাদের পাপটা মোচন হবে মনে করি।’‘দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ, চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। চ্যাপ্টার ওপেন রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। একইসঙ্গে অপরাধে ও যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও হতে হবে।’

 

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না মন্তব্য করে খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সকল খাতে উন্নয়নের জন্য কাজ করা হবে। একইসাথে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি।

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে নিদর্শন হিসেবে তুলে তিনি আরো বলেন, ভ্যাট বাড়ানো অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর