বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না : বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৫০৪ সময় দেখুন

পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোনো কারখানা স্থাপন করলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সঞ্চালন লাইনের জমি অধিগ্রহণ নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। আজ সোমবার সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এরইমধ্যে যত্রতত্র শিল্প কারখানা গড়ে উঠেছে তাই নতুন করে যেন আর অপরিকল্পিত শিল্প গড়ে উঠতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসকরা বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে সমস্যা তুলে ধরেন।

এছাড়া প্রতিমন্ত্রী জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া বিল ৮ থেকে ৯ হাজার কোটি টাকা। এরমধ্যে বকেয়া বিদ্যুৎ বিলই ১৪শ’ কোটি টাকার বেশি। বিল পরিশোধ না করা হলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ সঞ্চালায়নে জমি অধিগ্রহণ ব্যাপারে একটা নীতিমালা করা হচ্ছে। আজকে জেলা প্রশাসককে বলে দিয়েছি পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন ও বিদ্যুৎ সংযোগ দিব না। নির্দেশনা আসছে যারা বিদ্যুতের বিল দিবেন না তাদের লাইন কেটে দেওয়ার জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর