শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন: মানিকগঞ্জে তদন্ত কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২ সময় দেখুন

মানিকগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চিত্রকর্ম এবং কারুকার্য পুড়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এই হামলা হয়ে থাকতে পারে। তবে শিল্পীর পরিবারের দাবি, মানবেন্দ্র ঘোষ শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণ করেননি, তিনি শুধু একটি বাঘের মোটিফ তৈরি করেন।

 

শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে আমি কেবল একটি বাঘের মোটিফ তৈরি করেছি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ও আমার পরিবারকে বিপদে ফেলা হয়েছে। আগুনে আমার চিত্রশিল্প ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

 

শিল্পী আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিতর্কিত পোস্ট দেখতে পান তিনি। এ নিয়ে অগ্নিকাণ্ডের এক দিন আগে তিনি তার ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়। বর্তমানে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

ঘটনার পরপর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, পুলিশ ও সিআইডির চৌকস দল বিষয়টি তদন্ত করছে। দ্রুতই ঘটনার সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর