ঢাকা, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবারে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা আবারো রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মাসিক বেতন ভাতা ৫০ হাজার করার দাবিতে চলছে এই আন্দোলন। আর এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী সাধারণ জনগণ। সম্প্রতি তাদের বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করা হয়। কিন্তু সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করেছেন তারা। এর আগেও মাসিক বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ট্রেইনি চিকিৎসকরা।
রবিবার বিকাল চারটার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর জানিয়েছেন, ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চিকিৎসকরা। তারা এখনও সেখানে আছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এদিকে চিকিৎসকদের সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে ওই মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েন এসব সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।
অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।
Leave a Reply