ঢাকা, ১৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। বাবরের আইনজীবী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও গত ১৮ ডিসেম্বর তিনি খালাস পেয়েছিলেন। খালাস পাওয়ার পর চারদলীয় জোট সরকারের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন।
Leave a Reply