সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

লী কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ৭ চুক্তি-সমঝোতা স্মারক সই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৪২৩ সময় দেখুন

চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী লি-কেকিয়াং এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই শীর্ষ নেতার বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য চীনের পক্ষ থেকে চাল দিয়ে সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে, গ্রেট হল অব দ্য পিপলে শেখ হাসিনাকে গালিচা সংবর্ধনা দেয়া হয় চীনের পক্ষ থেকে।

চীনের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এখন বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য রাষ্ট্রীয় অভিবাদনের। দেশটির সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দল সালাম জানায় শেখ হাসিনাকে। তিয়েন আনমেন স্কয়ারের গ্রেট হলের সামনে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর উপস্থিতিতে লাল গালিচায় সংবর্ধনা জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে।

সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। এ সময়, দুই দেশের প্রতিনিধিদের নিয়ে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা হয়।

শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক এই বৈঠকের পর তাদের উপস্থিতিতে চীন-বাংলাদেশের মধ্যে মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এ সময়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চীন চাল দিয়ে সহায়তা করবে বলে লেটার অব এক্সপ্রেশনে সইয়ের পাশাপাশি, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ, অর্থনৈতিক ও কারিগরি খাতে সহযোগিতামূলক ৩টি চুক্তি ও পর্যটন এবং সংস্কৃতি, পানিসম্পদ ও বিনিয়োগ সংক্রান্ত আলাদা ৩টি সমঝোতা স্মারক সই হয়। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর