ঢাকা, ১৭ জানুয়ারী ২০২৩ইং (ঢাকা টিভি রিপোর্ট): গতকাল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো গেটে লালন গবেষণা একাডেমীর সহযোগী সংগঠন ‘সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী’ কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব-২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন-লালন গবেষণা একাডেমীর চেয়ারম্যান. বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক জোটের সভাপতি. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, প্রখ্যাত লালন গবেষক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।
লালন একাডেমী-সিদ্ধিরগঞ্জের প্রতিষ্ঠাতা জসীম ভন্ড পাগল ছাইয়ের সভাপতিত্বে ১ম রজনীতে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লালন শিল্পিরা এবং বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য খ্যাতিমান শিল্পীবৃন্দ উপস্থিত থেকে লালন ভাব এবং সঙ্গীতের মাধ্যমে উপস্থিত সবাইকে আলোকিত করে তোলেন।
অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন-লালন গবেষণা একাডেমীর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সহ সম্পাদক বাংলাদেশে বেতার ও টেলিভিশন. বেসরকারী টেলিভিশন মাছরাঙ্গা টিভি. মোহনা টিভি. ঢাকা টিভির নিয়মিত কন্ঠশিল্পি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন।
Leave a Reply