রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভুল পদক্ষেপ নিয়েছে : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৫৩৫ সময় দেখুন

আজ বৃহস্পতিবার রাজধানীতে ডিক্যাব আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভুল পদক্ষেপ নিয়েছে। সংস্থাটির উচিত বাংলাদেশের চেয়ে মিয়ানমারকে দিকে বেশি নজর দেয়া।

মন্ত্রী আরও বলেন, মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে জেনেভা কনভেশন গুরুত্ব হারাবে। এ সময় ড. একে আব্দুল মোমেন বলেন, ‘অবশ্যই জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল। এই ঘটনা তো একদিনে হয়নি। জাতিসংঘ এই বিষয়ে সজাগ হয়নি। তারা এই বিষয়ে গোপন রেখেছে। তার জন্যে তারা নিশ্চয় দায়ী।’

তিনি আরও বলেন, ‘ ঘটনা ঘটে যাওয়ার পর তারা বক্তব্য দিয়েছে। কিন্তু সেই বক্তব্যগুলো শুধু বাংলাদেশকেন্দ্রিক। অথচ মিয়ানমারের রাখাইন প্রদেশে অবস্থা ভয়াবহ। সেই বিষয়ে তাদের বক্তব্য নেই। সেখানে তাদের অবস্থান দুর্বল।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর