স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের। গত ২২ বছর ধরে শিরোপা খরায় ভুগছে দলটি। চলতি বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের পারফর্মেন্স প্রশংসা করার মতো নয়। আর তাই ব্রাজিল ফুটবলের সভাপতি হয়ে দেশটির ফুটবলের আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন রোনালদো নাজারিও।
যার কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নির্বাচনে লড়তে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ বুধবার (১২ মার্চ) নির্বাচন থেকে সরে দাঁড়ান নাজারিও।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক ফেডারেশনগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ব্রাজিলের ফুটবল পরিচালনা কমিটির সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন না করার বার্তা দিয়ে রোনালদো নাজারিও লেখেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’
গত ডিসেম্বর ব্রাজিলের ফুটবলকে সংকটাপন্ন অবস্থা থেকে বাঁচাতে সিবিএফের শীর্ষ পদে দায়িত্ব নেয়ার ইচ্ছা প্রকাশ করেন রোনালদো। নির্বাচনে জয়ী হলে ব্রাজিল দলের প্রধান করতে চেয়েছিলেন পেপ গার্দিওলাকে। কিন্তু সেটা এখন আর সম্ভব না। কারণ, ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই রোনালদোর প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপ থেকেই ব্রাজিলের বাজে সময় বিরাজ করছে। অনেকেই বলছে ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। এরই মধ্যে কয়েকটি কোচ বদলিয়েও কোনো ফল আসছে না। গত বছর দরিভাল জুনিয়রকে ব্রাজিলের কোচ করার পর শুরুটা প্রত্যাশিত মতো হলেও, ধারাবাহিক পারফর্ম করতে পারছে না ব্রাজিল।
এদিকে সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। আগামী এক বছরের মধ্যে নির্বাচন হবে। যদি রোনালদো নাজারিও নির্বাচনে দাঁড়াতেন, তাহলে কঠিন একটা লড়াই হতো। তবে এখন রদ্রিগেজের পথটা অনেকটাই মসৃণ।
Leave a Reply