শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

রীতিমত ভিক্ষার অ্যাপ খুলে ফেলেছেন চীনের ভিখারিরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ২৯১ সময় দেখুন

প্রযুক্তির উন্নতিতে মানুষের জীবন সহজ হয়েছে। উন্নত দেশগুলোতে মানুষের কাছে নগদ অর্থ কমে এসেছে। লেনদেনের বেশিরভাগ হয় অনলাইনে। এমন অবস্থায় ভিখারিদেরও সমস্যায় পড়তে হয় বেশিরভাগ সময়। এজন্য রীতিমত ভিক্ষার অ্যাপ খুলে ফেলেছেন তারা। সেখানে কিউআর কোড স্ক্যান করে অনায়াসেই ভিক্ষা দেওয়ার কাজটি অনলাইনে সারা যাবে। চীনের এমন ভিক্ষুকদের কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

কিন্তু কীভাবে সম্ভব প্রশ্ন জাগছে তো? জানা গেছে, দেশটির ভিখারিরা নগদে আর ভিক্ষা নিচ্ছেন না৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারা ক্যাশলেস লেনদেনের উপর ভরসা করছেন৷ অনলাইন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন তারা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে চিনা ভিখারিদের ভিক্ষা নেওয়ার এই পন্থা৷ যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে৷

সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, সেদেশের প্রত্যেক ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ৷ সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছামতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন ভিক্ষাদাতারা৷

নগদহীন লেনদেনের ক্ষেত্রে যেমন বিভিন্ন ব্যাংকিং অ্যাপ রয়েছে। চিনা ভিখারিরা ব্যবহার করছেন তেমনই একটি অ্যাপ আলি পে৷ আলিবাবা সংস্থার তৈরি এই আলি পে অ্যাপ। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট৷ সব ক্ষেত্রেই ব্যবহারের নিয়ম একই৷ কিউআর কোড স্ক্যান করে ই-ওয়ালেটে জমা করতে হবে নির্দিষ্ট অর্থ৷

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর