শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

রিয়ালের জার্সিতে ভিনির সেঞ্চুরি : রোনালদোকে ছাড়াতে চান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার (২২ জানুয়ারি) প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত নিষ্প্রভ হয়ে থাকা লস ব্লাঙ্কোসরা শেষ পর্যন্ত একে একে সালজবুর্গের জালে বল ঠেলেছে ৫ বার। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একাই করেছেন দুই গোল।

 

এদিন দুই গোল করার পথে একটা রেকর্ডও গড়েছেন ভিনি। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। ম্যাচের আগে তার গোল সংখ্যা ছিল ৯৯। দুই গোল করায় ক্লাবটির হয়ে এখন তার সর্বমোট গোল সংখ্যা ১০১।

 

লস ব্লাঙ্কোসদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা ভিনি। ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে শুধু মাত্র রোনালদোর। কিংবদন্তি এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙাই এখন ভিনির লক্ষ্য। হতে চান ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা।

 

ভিনি বলেন, ‘এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।’

 

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।

 

অন্যদিকে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোট তাকে বেশ ভুগিয়েছে। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর