রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

রিফাত হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার করবে সরকার : বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪৫৪ সময় দেখুন

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বরগুনায় প্রকাশ্যে রিফাত নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার দ্রুত ও সুষ্ঠু বিচার করবে। এ ঘটনায় প্রয়োজনে সরকারের পক্ষ থেকেই সব ধরনের আইনি সহায়তাও প্রদান করা হবে বলে। সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৬ জুন) বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। রিফাতকে নৃশংসভাবে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাত দেড়টার সময় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর