রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ২ নাম্বার আসামি রিফাত ফরাজী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৩৯৪ সময় দেখুন

বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ২ নাম্বার আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে জানালেও কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মামলার তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। আজ বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআইজি শফিকুল ইসলাম। এ নিয়ে এ মামলায় এজহারভুক্ত ১২ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নয়ন বন্ড। গেল বুধবার রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও একাধিক মাদক মামলার আসামি ছিলেন তিনি।

গত বুধবার ( ২৬ জুন) স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সময় স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে নয়ন ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর