আজ বুধবার বিকেলে বরগুনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ৭ দিনের রিমান্ড দিয়েছেন। কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গতরাতে বরগুনা থেকে গ্রেফতার করা হয় তাকে। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিআইজি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে তদন্তের স্বার্থে কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। এ নিয়ে এ মামলায় এজহারভুক্ত ১২ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে মঙ্গলবার ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়।
গত বুধবার বরগুনা সরকারি কলেজ থেকে স্ত্রী মিন্নিকে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিফাত।
Leave a Reply