মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায়  কালিয়াকৈরে  ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ২৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তায় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ই  এপ্রিল)  সকালে  কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে  কালিয়াকৈর  বিএনপির দলীয় কার্যালয়ে থেকে শুরু করে  বাস  স্ট্যান্ড,  বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

 

কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের উদ্যোগে   এ ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

 

সাইজুদ্দিন আহম্মেদ বক্তব্যে  জানান, খুনি সন্ত্রাসী বাহিনীদেরকে ছাত্রলীগ, যুবলীগ কে যেখানে  দেখতে পাবেন, সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে ।তারা বিগত ১৬ বছরে এ দেশের মানুষের জন্য কোনো রকম কল্যাণকর কাজ করে নাই ।তারা যে কোনো সময়ই এ দেশে যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এ দেশের সম্পদ লুট করেছে, খুন করেছে, গুম করেছে ধর্ষণ করেছেন এটা তাদের অতীত এর ইতিহাস। সেই ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না । যে দলের নেতা কর্মী ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে।

 

সেই দলের, এই বাংলায় স্বাধীন বাংলা দেশে রাজনীতি অধিকার আছে বলে আমি মনে করি না, তাদের কে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে ।

 

তিনি আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তার দোসর বাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ মানুষ যে নির্যাতিত করেছে ও বিরোধী দল কে দমন করছে সেই ইতিহাস যেনো আর ফিরে না আসে তার জন্য  রাষ্ট্র কল্যাণ এর জন্য ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য আজকের এই তারেক রহমানের রাষ্ট্র ৩১ দফা কর্মসূচী। এই ৩১ দফা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌছে দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন আকুল, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, সেচ্ছাসেবক দলের নেতা খন্দকার জুলফিকার জনি, পৌর বিএনপির ৯ নং ওর্য়াডের যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন , বিএনপির নেতা আব্দুল বারেক, সুজন হোসেন,  ছাএদল নেতা মনির হোসেন বাবু, শাহিন আলম সরকার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর